
মাসুদুর রহমান মাসুদ : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে যারা অসহায় হয়ে পড়েছেন এমন ১৪০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি বরাদ্দকৃত জনপ্রতি ২০০ টাকা করে বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
এ সময় ট্যাগ অফিসার; উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশবুন্দ উপস্থিত ছিলেন।