
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে কৃষি মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ গ্রহণকারী ২২টি স্টল পরিদর্শন করেন। ৩দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ। ৪, ৫ ও ৬ ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।