
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে সুস্থ সুন্দর সমাজের খবর (সুসখ) নামে একটি অরাজনৈতিক ধর্মীয় চেতনায় সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদরাসা হল রুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের শুভ উদ্বোধন করা হয়।
“এসো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু সুন্দর কাজ করি”, “দশ জনের বিশহাত/ ভাঙ্গি শত বিষ দাঁত/ মিলে মিশে সবাই আজ/ পরাই ধরার সবুজ তাজ” শ্লোগানকে সামনে রেখে গত ১ নভেম্বর প্রাথমিক আলোচনা সভায় সংগঠনের অবয়ব নির্মান করা হয়। বৃহস্পতিবার সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রাবেসীন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি সাহিত্যিক আওছাফুর রহমান, সমাজ সেবক হাবিবুল্লাহ, সুসখ এর সাধারণ সম্পাদক ছেফাতুল্লাহ, সাহিত্য সম্পাদক আঃ কাদের, তথ্য সম্পাদক আখলাকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক ওমর আলি প্রমুখ আলোচনা রাখেন। সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট প্রাথমিক কার্যকরী কমিটি এবং মাওঃ আবু তাহেরকে প্রধান উপদেষ্টা করে ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রাথমিক ভাবে ২২ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।