
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় নদীর চরে অবৈধভাবে মাটি কেটে জমি দখলের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানাগেছে, উপজেলার কুল্যা গ্রামের জনেথ চন্দ্র বিশ্বাসের ছেরে সুব্রত বিশ্বাস মঙ্গলবার থেকে প্রবাহমান বেতনা নদীর চরের মাটি এস্কেভেটর মেশিন দ্বারা কেটে চর ভরাটি জমি অবৈধভাবে দখল করছিল। এ খবরে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট নাজমুল হুসেইন খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি কাটা ও অভৈধভাবে চর ভরাটি জমি দখলের অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় সুব্রত বিশ্বাসকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে আর কখনো এমনিভাবে অবৈধভাবে কোন কার্যক্রমে লিপ্ত হবেনা মর্মে অঙ্গীকার করিয়ে নেওয়া হয়।