
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় ইপিআরসি’র আয়োজনে আশাশুনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা এবং বাজার হয়ে ইপিআরসি’র অফিসে গিয়ে শেষ হয়।
ইপিআরসি’র এরিয়া কো-অডিনেটর আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মুস্তাফিজুর রহমান। এসময় ইপিআরসি’র মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদ, ওয়াশ অফিসার মাহামুদুন্নবী, ইউনিয়ন সুপারভাইজার আব্দুর রশিদ, রায়হান উদ্দিন, মাসুদ আলম, শরিফুল ইসলাম, মেরিনা আক্তার, আরিফুজ্জামান আপন, সমিরন কুমার, রাসেল ইসলাম, সাইদুর রহমান, শ্যামলী, রহিমা খাতুন, ছায়রা, কুমকুম, শিউলি পারভীন, দেব্রত সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় উপ-প্রকৌশলী বলেন আমরা এমন নিরাপদ পানি চাই যে পানিতে আর্সেনিক ও রোগ জীবানু নাই এবং তিনি পানি নিরাপদ রাখার জন্য উৎস থেকে খাওয়া পর্যন্ত পরিকল্পনার ৫টি ধাপে পানি নিরাপদ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।