
সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনিতে ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা’১৯ এর উপজেলা পর্যায়ের ফুটবল ফাইনাল খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল (বালক) ও কচুয়া বালিকা (বালিকা) দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চাপড়া হিন্দোল যুব সংঘ ফুটবল মাঠে প্রথমে (বালিকা) কচুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় বনাম গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় কচুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-১ গোলে গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। পরের খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল বনাম কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট দল ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, উত্তম কুমার মন্ডল, সঞ্জয় কান্তি বৈদ্য, অরুন কুমার সানা ও শ্রীকান্ত দাশ। খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বুধহাটা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন অংশ গ্রহনকারি স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গন্যমান্যব্যক্তিবর্গ।