
সচ্চদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট থেকে ২ অপহরণকারীকে আটক করেছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
দ্বিগরাজ গ্রামের মোশাররফ হালদারের পুত্র ইব্রাহিম ও কপিলমুনির (পিতা অজ্ঞাত) মালেক আশাশুনি উপজেলার শ্রীউলায় স্কুল ভবন নির্মান কাজ করতে আসে। তাদের সাথে শ্রীউলা গ্রামের খোকন সরদারের একাধিক স্বামী পরিত্যাক্তা কন্যা আছফিয়ার পরিচয় হয়। তারা আছফিয়াকে বড় অংকের টাকা দিয়ে ম্যানেজ করে স্থানীয় ৮ম শ্রেণিতে ভর্তি হওয়া একটি শিশু কন্যাকে অপহরণের পরিকল্পনা করে। ১৫ জানুয়ারি আছফিয়া তার মাকে আনার কথা বলে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে মটর সাইকেলে পাইকগাছায় নিয়ে যায়। সেখানে অপেক্ষমান ইব্রাহিম ও মালেক তাদেরকে পেয়ে বাসে করে বাগেরহাটে নিয়ে ইব্রাহিমের বোন ময়না ও বোন জামাই রণির বাড়িদে উঠায়। এরপর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এ্যাফিডেভিটে স্বাক্ষর করিয়ে নেয়। এব্যাপারে থানায় জিডি করার পর গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশ ২২ জানুয়ারি গভীর রাতে বাগেরহাটে অভিযান চালিয়ে রনির বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার এবং অহরণকারী ইব্রাহিম ও আছফিয়াকে গ্রেফতার করেন। মালেক পলাতক রয়েছে। এব্যাপারে থানায় অপহরণ মামলা দায়ের ও গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।