
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনিতে নতুন করে ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, শনিবার (১১ জুন) উপজেলার ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, রতন মল্লিক (৪০) হাজীপুর, চন্দনা (৩৫) নওয়াপাড়া, শোভা মল্লিক (৪০) আশাশুনি সদর, মনোয়ার (৬০) বাওচাষ, সুব্রত (৩৭) বুধহাটা, মরিয়ম (৪৫) বড়দল ও এ বি লতিফ (৬৫) আশাশুনি সদর। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এনিয়ে আশাশুনি উপজেলায় ১৩০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪১ জন গত বছরের এবং ৮৯ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে।
আশাশুনি উপজেলায় ১৩০ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে এবং পরবর্তীতে আছে বুধহাটা ইউনিয়ন। শোভনালী ইউনিয়নে ৩১ জন, বুধহাটা ইউনিয়নে ২২ জন, কুল্যা ইউনিয়নে ৫ জন, দরগাহপুর ইউনিয়নে ২ জন, বড়দল ইউনিয়নে ৩ জন, আশাশুনি সদরে ১৩ জন, শ্রীউলা ইউনিয়নে ৪ জন, খাজরা ইউনিয়নে ২ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ২ জন ও কাদাকাটি ইউনিয়নে ৪ জন।