
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে জিকেবিএসপি প্রকল্পের আওতায় দু’দিনের কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক আলহাজ্ব নূরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিঃ উপ পরিচালক (পিপি) এস এম খালেক সাইফুল্লাহ ও জেলা বীজ প্রত্যায়ন অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলামসহ কৃষি দপ্তরের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি ব্যাচে ৩০ জন করে দু’টি ব্যাচে ৬০ জন কৃষককে ধানের পোকামাকড়, রোগ বালাই প্রতিরোধ, ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন, তরমুজ, ড্রাগন ফল, সরিষা ও বিভিন্ন প্রকার সবজি চাষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।