
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের দুইটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এঘটনায় দু’পক্ষ পৃথক দু’টি এজাহার থানায় দাখিল করেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মধ্যম বড়দল কালিমন্দিরের পাশে এ ঘটনা ঘটে। জানাগেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা মধ্যম বড়দল কালিমন্দিরে ভক্তবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় করছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার দলবল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করা হয়। এরপর তার সমর্থকরা চিৎকার দিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গ্রামবাসী ছুটে এসে সেখানে ফেলে যাওয়া একটি মটর সাইকেল ভাংচুর করে ফেলে রাখে। অপরদিকে, চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা জানান, রাত অনুমান ১১টার সময় মধ্যম বড়দল দূর্গামন্দিরের সামনে পৌছালে আব্দুল আলীম মোল্যার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তার সফর সঙ্গী সমীরন মন্ডল আহত হয় ও তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, দু’ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও আহত হওয়ার ঘটনা নিয়ে পৃথক দু’টি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।