
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়েত ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকালে এ মিছিল ও সমাবেশ করা হয়।
সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আশাশুনি জনতা ব্যাংক চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ আনারুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নায়েবে আমীর উপজেলা নির্বাচনে জামাত চেয়ারম্যান প্রার্থী নু.আ.ম. মুরতাজা আলী, উপজেলা সুরা সদস্য জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, যুব বিভাগ সভাপতি রোকনুজ্জামান, সেক্রেটারী আজহারুল ইসলাম, সদর আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী মাওঃ আব্দুল হাই।
এ সময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে এবং জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। সাথে সাথে ফ্যাসিস্টদের দোসরতের কার্যক্রম নিষিদ্ধের দাবী করেন।