
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস পালন করা হয়। উপজেলা পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন ফারুকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পিআইও সোহাগ খান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খানম, এসআই হানিফ প্রমুখ।