
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আনুলিয়ায় চিংড়ী ঘের দখলে চেষ্টায় বাঁধা দেওয়ায় মারপিটে পাঁচজন আহত হয়েছে। রবিবার বিকালে আনুলিয়া ইউনিয়নের কানাখালী বিলের চিংড়ী ঘেরে এ ঘটনাটি ঘটে। থানায় লিখিত এজাহার ও আহতদের পরিবারসূত্রে জানাগেছে, আনুলিয়ার নয়াখালী গ্রামের আব্দুল হামিদ পাড়ের পুত্র আলেক পাড় গংরা দীর্ঘদিন শান্তিপূর্নভাবে আনুলিয়া মৌজার কানাখালী নামক বিলে ৬ বিঘার একটি মৎস্য ঘের পরিচালনা করে আসছে। তবে কিছুদিন পূর্ব থেকে প্রতিপক্ষরা ঐ মৎস্য ঘেরটিতে তারা কিছু অংশ জমি পাবে এমন দাবী করে মৎস্য ঘেরটি দখলের ষড়যন্ত্র করে আসছিলো। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে নয়াখালী গ্রামের জয়নুদ্দীনের পুত্র আতাউর রহমান ও মৃত ছহিল উদ্দীনের পুত্র জহির উদ্দীনের নেতৃত্বে একই গ্রমের নুরুজ্জামান, রাজ্জাক, মইনুর, মিজানুর, বিল্লাল, হেলাল, মোক্তার পাড়, হুজ্জাতুল্লাহ, পলাশ ,রহিম, আফসার, রেজাউলসহ ৭/৮জন অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মৎস্য ঘেরে প্রবেশ করে দখলের চেষ্টা করে ও জাল টেনে মাছসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করতে থাকে। এসময় বাঁধা দেওয়ায় আব্দুল হামিদ পাড় এর ছেলে আলেক পাড়, আরিফ বিল্লাহ, কন্যা ফরিদা খাতুন পুত্রবধু রুবিনা খাতুন, নাতি ফারুক হোসেনসহ ৫জনকে মারপিট করে আহত করে। এরপর তারা মহিলাদের শ্লীলতাহানী করাসহ তাদের কাছ থেকে সোনার গহনা ও আনুমানিক ৮০ হাজার টাকার মাছ ও অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নেয়। পরে আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত আলেক পাড় বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৭/৮জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।