
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। এছাড়া বাংলাদেশ ন্যাজারীন মিশন এর প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস,হিসাব রক্ষক উত্তম কুমার দাশ বক্তব্য রাখেন। এছাড়া ও উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মারুফা বেগম,খুরশিদ আলম,মনিরুজ্জামান বিপুল প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। উক্ত প্রশোমন দিবসে বিভিন্ন এনজিও অংশগ্রন করেন।