
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বোলাবুনিয়া গ্রামের অসহায় ফরিদার মৎস্যঘের দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন এছাক বাহিনীর লোকেরা। উক্ত মৎস্য ঘেরটি জবরদখল নিতে এর মধ্যে এছাক বাহিনী কয়েক দফা হুকারও দিয়েছেন। তাদের এমন হুমকারে অসহায় ফরিদা এখন জানমালের আশঙ্কায় নিঘুম রাত কাটাচ্ছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে গেলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চক খলষনী মৌজার ৭২ নং খতিয়ানের ৭ নং দাগে এক একর ১২ শতক জমি যা খন্ড রেকর্ড ৭২/৫ প্রাপ্ত হয়ে বলাবোনিয়া গ্রামের মোঃ আনিচ গাজীর স্ত্রী ফরিদা খাতুন শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে। প্রতিপক্ষ পার্শ্ববর্তী বসুখালী গ্রামের মৃত ফরমান আলী গাজীর ছেলে এছাক ও তার দলবল উল্লেখিত খতিয়ানের জমি দাবী করে আসছে। এসকল বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে অসহায় ফরিদা জানান, এসএ রেকর্ডিয় মালিকের কন্যার নিকট হতে অংশ মোতাবেক এক একর ১২ শতক জমি ২০০২ সালে কোবলা ম‚লে ক্রয় করেছি। সে থেকে অদ্যবদী মৎস্য ঘের করে আসছি। প্রতিপক্ষ এছাক বলেন আমার বর্তমান বি এস রেকর্ড অনুযায়ী একই খতিয়ানে এক একর ২২ শতক জমি রেকর্ড প্রাপ্ত হয়েছি। কিন্তু প্রতিপক্ষ ফরিদা গায়ের জোরে আমার জমি দখল করে নিয়েছে। এ সংক্রান্ত বিষয় আমি আশাশুনি থানায় একটি অভিযোগ করেছি অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিনে তদন্ত করেছে। আগামী শনিবার তফসিল সম্পত্তি মাফ জরিপ হওয়ার কথা রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কর্তব্যরত এস আই বিজন কুমার সরকার বলেন, শান্তি শৃঙ্খলার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী শনিবার মাপ জরিপ হওয়ার কথা রয়েছে। তিনি আরো বলেন, উভয়পক্ষ জমি পাবে কিন্তু মাফ জরিপ ছাড়া সঠিক জায়গা নিরপন করা সম্ভব নয়। বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় আছে বলে তিনি জানান।