
স্পোর্টস ডেস্ক:
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল রোববার ঢাকায় পা রাখছে। প্রথমবারের মতো ২৭ দিনের পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছে আইরিশরা।
এর আগে, আয়ারল্যান্ড ২০০৮ সালে বাংলাদেশে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল। এবার সীমিত পরিসরের দুইটি সিরিজই হবে ঢাকার বাইরে।
সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ হবে প্রথম ওয়ানডে। পরের দুইটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে রাখা হয়েছে দুপুর ২টা থেকে। তৃতীয় ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ২৩ মার্চ রোজা শুরু হতে পারে ধরে নিয়ে করা হয়েছে এই সময়সূচী। দর্শকরা ইনিংস বিরতির সময় যেন ইফতার করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেছে বিসিবি।
সিলেট থেকে দুই দলের গন্তব্য চট্টগ্রাম। ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামেই। তিনটি টি-টোয়েন্টিই শুরু হবে দুপুর ২টায়।
ঢাকায় একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল। এই টেস্ট দিয়ে আয়ারল্যান্ড সাড়ে তিন বছর পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরবে এবং দুই দল প্রথমবার টেস্ট খেলতে নামবে।