
নজরুল ইসলাম, তালা: তালার হাজরাকাটী আব্দুর রহমান আদর্শ একাডেমি স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস’র তালা শাখার ম্যানেজার জহর হাসান সাগর। সহকারী শিক্ষক নাইম ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিক পারভিন নাহার, সহকারী শিক্ষক সাইদুর রহমান, ইতি খাতুন, আল মামুন, তাহমিন আহমেদ তুহিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।