
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি:
আশাশুনি উপজেলার আনুলিয়ায় নৌকায় ভোট দেওয়ায় দশ পরিবারকে বাড়ী ছাড়া করার প্রতিবাদে এবং ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটনের বহিষ্কারের দাবীতে দীর্ঘ মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার বিকালে আনুলিয়া হাজী মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আনুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী শাহাবুদ্দিন সানা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জানান ফারুক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল হাকিম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দবির শিকারি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন গাজী, গৌর পাদ হালদার সহ বাড়ী ছাড়া ভুক্তভোগীদের পক্ষ থেকে দবীর উদ্দীন শিকারি প্রম‚খ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি হিসাবে শাহাবুদ্দিন সানাকে মনোনীত করেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আনারস প্রতীকের বিএনপি সমর্থিত প্রার্থী রুহুল কুদ্দুসের সমর্থন করেন। এমনকি নির্বাচনের আগে কম্বল বিতরণ সহ আওয়ামী লীগের নির্বাচনী একাধিক অফিস ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে লিটনের বিরুদ্ধে।
বক্তারা আরো বলেন, নৌকা প্রতীকে ভোট দেওয়ায় লিটনের ইন্ধনে আনুলিয়া ইউনিয়নের ১০ টি পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ছাড়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী দবির শিকারী। প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধিতাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর আলম লিটনের দল থেকে বহিষ্কারের দাবি জানান মানববন্ধনের বক্তারা।