
তালা অফিস থেকে নজরুল ইসলাম:
তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও বিস্ফোরক সংক্রান্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশী রায়ে ৭০ বছরের সাজা পাওয়া কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবকে হাইকোর্ট বেকসুর খালাস দিয়েছেন। এই রায় ঘোষণার পর ন্যায়বিচারের বিজয় উদযাপন করতে তালা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এক আনন্দ মিছিল বের করে এবং হাবিবুল ইসলাম হাবিবের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বুধবার(২২ শে অক্টোবার) সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাষ্টার বিশ্বাস ওয়াজেদ আলী, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা,খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেন,মাগুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম, তালা উপজেলা জাসাসের আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রাসেল বিশ্বাস,তালা সদর যুবদলের আহবায়ক আহমেদ আলী সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা খাঁন নাজমুল হুসাইন, এসএম মারুফল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। রায় ঘোষণার খবর এলাকায় পৌঁছালে তালা উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
বিএনপি নেতারা বলেন, “বিচারের নামে মিথ্যা মামলার অবসান ঘটিয়ে সত্যের জয় হয়েছে। এই রায় প্রমাণ করেছে ন্যায়বিচার কখনো পরাজিত হয় না।” স্থানীয় বিএনপি নেতারা আরও বলেন, এই রায় গণতন্ত্রের পক্ষে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একটি ঐতিহাসিক বার্তা বহন করছে।
উল্লেখ্য,২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত অভিযোগপত্রমূলে কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।