
কলারোয়া প্রতিবেদক:
লার্নিং ল্যাবের কোচিং সেন্টার থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলে বৃত্তি পেয়েছে ২২ জন শিক্ষার্থী৷ শনিবার (১১ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলা পৌর সদরের আনিস মার্কেটের চতুর্থ তলায় লার্নিং ল্যাবের হলরুমে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ফুল বিভিন্ন উপহার ও শ্রেষ্ঠ মা-বাবাসহ অভিভাবকদের সম্মাননা উপহার দিয়ে সংবর্ধনার আয়োজন করে প্রতিষ্ঠানটি৷ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করা ২৪ শিক্ষার্থীদের মধ্যে থেকে ট্যালেন্টপুলে ১১ জন ও সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি প্রাপ্ত হয়েছে৷ সাতক্ষীরার কলারোয়ায় লানিং ল্যাব এর ২০২২ সালের বৃত্তি প্রাপ্ত ২২ শিক্ষার্থীদের ও মা’দের সংবর্ধনা প্রদান করেছেন – লানিং ল্যাব।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক হোসেন ডি,ডি সমাজ সেবা কর্মকর্তা সাতক্ষীরা,আহসান ইকবাল ম্যানেজার সোনালী ব্যাংক ঝাউডাঙ্গায় শাখা,আফতাবুজ্জামান প্রিন্সিপাল অফিসার-জনতা ব্যাংক সাতক্ষীরা,অনুপ কুমার ঘোষ শিক্ষক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইমামুর রহমান ইসলাম শিক্ষক -সরকারি প্রাথমিক বিদ্যালয় কলারোয়া,আজহারুল ইসলাম শিক্ষক কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল পলাশ কুমার সহকারী ম্যানেজার আশা কলারোয়া শাখা,চিত্র শিল্পী নাঈম হাসান সহ আরো অনেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলকিস বিথি ও বি এম নাজমুল হাসান।এতে খুশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সুশীল সমাজের মানুষ।