পাইকগাছা প্রতিবেদক: ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছাড বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাফফিল হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা সহ-সভাপতি সমিরণ কুমার সাধু, আওয়ামীলীগনেতা পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, গদাইপুর ইউনিয়নের আহ্বায়ক নির্মল চন্দ্র অধিকারী, যুবলীগের সাবেক সভাপতি সামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, মিজানুর রহমান মিজান, জগদীশ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন
পূর্ববর্তী পোস্ট