
বিনোদন ডেস্ক:
বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক এক অভিযোগ তুলেছেন দিল্লির এক নারী। সানভি মালু নামে ওই নারীর দাবি, ১৫ কোটি টাকার জন্য অভিনেতাকে খুন করেছেন তার স্বামী। দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই দাবি করেছেন তিনি।
অভিযোগ কারী ওই নারী দিল্লির ব্যবসায়ী এবং কোম্পানির পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। সানভি মালু নামের ওই নারী দাবি করেছেন, তার স্বামী অভিনেতা সতীশ কৌশিককে ১৫ কোটি টাকার বিরোধের কারণে খুন করেছেন। পুলিশের কাছে তার অভিযোগে সানভি মালু বলেছেন- কয়েক বছর আগে তার স্বামী সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়েছিল। কিন্তু তার স্বামীর কাছে শোধ করার মতো টাকা ছিল না এবং কৌশিক টাকা ফেরত চেয়ে ছিলেন।
ওই নারীর আরও অভিযোগ, কৌশিককে ওষুধ খাইয়ে খুন করা হয়েছে। ওই ওষুধগুলো আমার স্বামী সাজিয়েছিলেন। এর আগে শনিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছিলেন, তারা দিল্লির ফার্মহাউস থেকে কিছু ‘ওষুধ’ উদ্ধার করেছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, মৃত্যুর আগে কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। জানা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ এখনও এই বিষয়ে কিছু জানায়নি, তবে ফার্ম হাউসে পার্টিতে অংশ নেয়া ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।