আল মাহফুজ: আজ শনিবার ০১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান হিমেল মাঠপাড়া প্রাইমারী স্কুল এলাকায় ¯ক্রু ড্রিাইভার প্রতিকের গণসংযোগ করেন। বিকালে আছর নামাজের পর থেকে মার্গিব নামাজের আগ পর্যন্ত গণসংযোগ চলে। এসময় ০১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ঢল নামে কামরুজ্জামান হিমেল গণসংযোগে। কাউন্সিলর প্রার্থী হিমেল বলেন, দল মত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে তার লক্ষ।
০১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিমেলের গণসংযোগ
পূর্ববর্তী পোস্ট