
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে করোনা উপসর্গ নিয়ে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই নারী (৪৪) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা শাজাহান আলীর স্ত্রী আখিবন বিবি (৪৪)।
মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিক রোগে ভুগছিলেন। গত চারদিন আগে থেকে শরীরে প্রচন্ড জ¦র শুরু হয়। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান। ভর্তির সময় তার শরীরে ডায়বেটিক ছিল ৪০ পয়েন্ট ও জ¦র ছিল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার ম-ল জানান, ভর্তির এক ঘন্টা পর ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে তার শরীরে করোনা ছিল কি না। তবে তার শরীরে করোনার উপসর্গ ছিল। তিনি বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।