
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরেই সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধু। প্রসব বেদনা উঠলে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী শিমুলী রানী দাসকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপরেই সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। গত পহেলা মে (শুক্রবার) সকাল ৭.২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এদিকে, সোমবার এ ঘটনার কয়েকটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্বাস্থ্য বিভাগে। তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করেছেন সিভিল সার্জন। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গৃহবধু শিমুলী দাস ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। গৃহবধুর মা অষ্টুমী রানী দাস জানান, প্রসব বেদনায় মেয়েকে নিয়ে সদর হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা কোন চিকিৎসা দেয়নি। কিছুক্ষণ পরই মেয়ের প্রসব বেদনা উঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপর সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি।
এ ঘটনায় সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটি অস্বীকার করেছেন।
অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ঘটনাটি জানার পরই তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর সন্তান প্রসব করার ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক আজ সকালে ভূক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি হতদরিদ্র ঐ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন। নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য তিনি আজ দুপুর ১ টায় জরুরী সভা আহবান করেছেন।