পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের জাতীয় যুব সংহতির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় কপিলমুনি বাজারে অস্থায়ী কার্যালয়ে হরিঢালী ইউনিয়ন যুব সংহতি সভাপতি প্রভাষক মো. আসাদুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন জেলা যুব সংহতির সহ-সভাপতি ও উপজেলা যুব সংহতির সভাপতি মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গাজী সহিদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন পৌর সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আহ্বায়ক মো. নূর আলী মোল্লা, উপজেলা সদস্য মো. একলাজ সরদার, হরিঢালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন পাড় ও কপিলমুনির মো. রাজু সরদার, লস্কর সভাপতি মো. আব্দুল্লাহ আল সুমন, উপজেলা কমিটির সদস্য সচিব শেখ জাকারিয়া বাবুর সঞ্চালনায় যুব সংহতি নেতা আহসান হাবিব, বিধান চন্দ্র দাশ, রহমত গাজী, দিপংকর দাশ, আলমগীর, আনিচ, শাহাবুদ্দীন শেখ, জাহাঙ্গীর গাজী,কাজী রিপন, জাহাঙ্গীর চৌধুরী, মো. আলমগীর, মো. হোসেন, শাকিল, মো. হাসান, মো. সুজন প্রমুখ।