
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। সরকারের কাছ থেকে পাওয়া অর্ধমেট্রিকটন চাল সহ ব্যক্তিগত অর্থায়নে গত তিনদিনে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের কাদিকাটি, কাশিয়াডাঙ্গা, চোমরখালী, বাগমারা, এনায়েতপুর, মঙ্গলানন্দকাটি, টিকারামপুর, কৈখালী,গাছা, কৃষ্ণনগর,দলুয়া,পাকশিয়া ও খলিষখালী এলাকায় গ্রামে গ্রামে দরিদ্র মানুষের বাড়িতে খাধ্য সামগ্রী নিয়ে ছুটে যান। পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,তেল,সাবানসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেয়া হয়।
এসময় স্ব স্ব ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রামপুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, হতদরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ অব্যাহত থাকবে। তিনি খলিষখালী ইউনিয়ন বাসীকে সরকারের নির্দেশনা মেনে লোকসামাগম এড়িয়ে নিজ নিজ বাড়ীতে থাকার আহবান জানান।