
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: মহামারী করোনা ক্রান্তিতে নিজের বাজি রেখে সাধারণ মানুষের জন্য মাঠ পর্যায়ে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে কাজ করেছে স্বেচ্ছাসেবক। শুধু রাজধানী ঢাকা কিংবা অন্যান্য বিভাগীয় বা জেলা শহরে নয়, সারা দেশের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতেও স্বেচ্ছাসেবক দের ব্যাপক কর্মতৎপরতা বেশ লক্ষ্যণীয় ছিল। তবে এই স্বেচ্ছাসেবক দের কথা সবাই ভ‚লে গেলেও ভ‚লেনি শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কর্মীবৃন্দ।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো. আশিকুর রহমান এর নির্দেশে রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটির কয়েকজন পদ প্রত্যাশীদের ব্যক্তিগত উদ্যোগে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর নিকট হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. আশিকুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশীদ সুমন, ছাত্রলীগ নেতা মো. আশরাফুল আলম, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের মো. শাহ আলম ইসলাম বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের মো. জাহিদ হাসান, মো. সুমন হোসেন প্রমুখ।