নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য অসহায় দূর্গত মানুষের সেবা করা। অসহায় দূর্গত মানুষের সেবা করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সাতক্ষীরা অনেক পিছিয়ে আছে। সেজন্য সকলকে এক্যবদ্ধ হতে হবে। অসহায় ও দূর্গতদের সেবার লক্ষ্যে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে গতিশীল করতে হবে। সাতক্ষীরা এখন একটি শান্ত সাতক্ষীরা। কিছু মুষ্ঠিমেয় স্বার্থান্বেষী মহল সাতক্ষীরাকে অশান্ত করার চক্রান্ত করার চেষ্টা করছে। সাতক্ষীরার উন্নয়ন প্রিয় মানুষ সজাগ। কোনভাবে শান্ত সাতক্ষীরাকে অশান্ত করা যাবেনা। শান্তি বিনষ্টকারীদেরকে সাতক্ষীরার মানুষ আর ছাড় দেবেনা।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, ভাইস প্রেসিডেন্ট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, কার্যকরী সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, মীর মোশারফ হোসেন মন্টু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাচন ২০১৯ কমিশনার এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ। সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৯ অনুষ্ঠানে কোরাম পূর্ন না হওয়ায় সভা মুলতবি ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী সদস্য জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।