
আইয়ুব হোসেন রানা: প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে হার্ট এ্যাটাকে মৃত্যু হলো স্বামীর। মৃত্যুশোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যুর ২ ঘন্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন স্বামী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বাগালী গ্রামের মৃত শুকুর আলী হালদারের পুত্র নূর আলী হালদার (৯৫) তার স্ত্রী সুফিয়া বেগমকে (৭৫) নিয়ে ছোট ছেলে পুলিশের এসআই বাবলুর রহমানের খুলনাস্থ বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী স্ত্রী সুফিয়া বেগমের পাশে থেকে প্রশাব পায়খানা করানো থেকে শুরু করে যাবতীয় দেখভাল করতেন স্বামী নূর আলী হালদার।
গত শুক্রবার রাত আড়াইটার দিকে নূর আলী হালদারের স্ত্রী সুফিয়া বেগম মারা যান। এখবর জানার পর অসুস্থতা বোধ করেন সুস্থ্য স্বাভাবিক স্বামী নূর আলী। তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
একই সাথে পিতা-মাতাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহতের বড় পুত্র আল মদিনা ফার্মাসিটিক্যালসের (ভেট ডিভিশন) এএসএম নজরুল ইসলামসহ পরিবারের সদস্যরা। এদিন জুম্মাবাদ নামাজে যানাজা শেষে এ দম্পতিকে বাগালিস্থ পারিবারিক কবরস্থানে জোড়া কবরে দাফন করা হয়।