নিজস্ব প্রতিবেদক:
মহামারী করোনাকে ঘিরে জাতীয় আর্ন্তজাতিক পর্যায়ের খেলোয়ার, অভিনেতা-অভিনেত্রীরাও অসহায়দের পাশে দাড়িয়েছেন। সাতক্ষীরার কৃতিসন্তান আর্ন্তজাতিক অঙ্গনের অতিপরিচিত ক্রিকেট মুখ সৌম্য সরকারও করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তার ব্যাট নিলামে বিক্রি করেছেন অসহায়দের পাশে দাড়ানোর জন্য। ব্যাট বিক্রয় লব্দ টাকা দিয়ে শুক্রবার সাতক্ষীরায় তিনি ত্রান বিতরণ করেছেন। ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার।
সৌম্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার বলেন, এমন দূর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই করোনাকে বিতাড়িত করবে। সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগীতায় ত্রান বিতরণ করে সৌম্য সরকার সবাইকে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।