সাতনদী ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত ও পাঠক নন্দিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রথিতযশা ও সাহসী সাংবাদিক হাবিবুর রহমান সুস্থ্য আছেন। অসুস্থ্যতাজনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তার অসুস্থতার ধরন ও বর্তমান শারিরীক অবস্থা জানতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফোনে পত্রিকা অফিসে এবং ফেসবুকের মাধ্যমে খোঁজখবর নেন। সাতক্ষীরার দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ করোনা আক্রান্ত হওয়ায় এবং দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসিন হোসেন বাবলু করোনা উপসর্গে মৃত্যু বরণ করার পর হঠাৎ দৈনিক সাতনদী সম্পাদকের অসুস্থ্যতার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। গত রবিবার তিনি অসুস্থ্যতা বোধ করলে বাড়ীতে বিশ্রামে থেকে চিকিৎসা নিতে থাকেন। এ সময়ে তিনি তার সিটি স্ক্যান করান। রিপোর্টে তার অসুস্থতা বৃদ্ধি পেলে সাতক্ষীরার স্বনামধন্য চিকিৎসক ডাঃ কাজী আরিফের পরামর্শে পরদিন মঙ্গলবার তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে তিনি মঙ্গলবার রাতে জানান, তিনি সুস্থ্য আছেন, ভাল আছেন। হাসপাতালে থেকেই তিনি তার পত্রিকা দৈনিক সাতনদী সম্পাদনার প্রয়োজনীয় কাজ করছেন। তিনি তার শুভাকাঙ্খী সহ সকলকে তার ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তার আশু সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহবান জানিয়েছেন।
সাতক্ষীরার সিনিয়ির সাংবাদিক হাবিবুর রহমান ১৯৯৫ সালে ঢাকা থেকে প্রকাশিত আজকের প্রত্যাশা পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু করেন। এ সময়ে তিনি সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা পত্রিকায়ও কলাম লিখতে থাকেন। এরপর ১৯৯৬ সালের শেষের দিকে তিনি ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম রঙিন সংবাদপত্র বাংলা বাজার পত্রিকায় কাজ শুরু করেন। এরপর জাতীয় দৈনিক মানব জমিন ও দৈনিক সংবাদ এ ২০১২ সাল পর্যন্ত সাংবাদিকতা করেন। সেখান থেকে ইস্তফা দিয়ে তিনি কিছুদিন সাতক্ষীরা চিত্র পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় কয়েকমাস কাজ করেন। অতঃপর সাতক্ষীরার সাপ্তাহিক মুক্ত আলাপ পত্রিকার নিয়োগপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করেন। এক পর্যায়ে তিনি উক্ত পত্রিকার মালিকান গ্রহন করেন। এছাড়া টিভি সাংবাদিকতায়ও তিনি কাজ করেছেন। “চ্যানেল ওয়ান” নামক গণমাধ্যমের জন্মলগ্ন থেকে প্রচারের শেষ সময় পর্যন্ত তিনি এর সাথে যুক্ত ছিলেন।
২০১৪ সালের ২৫ এপ্রিল তিনি নিজস্ব ব্যবস্থাপনায় দৈনিক সাতনদী পত্রিকা প্রকাশ করেন। সেই থেকে অদ্যবধি পর্যন্ত তিনি এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তার সম্পাদনায় সাতনদী পত্রিকা বহুল প্রচলিত ও পাঠকনন্দিত হয়েছে। বিভিন্ন রকম অনিয়ম-দূর্নীতি, সামাজিক সমস্যা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তিনি ও তার পত্রিকা দৈনিক সাতনদী পাঠকমহলে গ্রহনযোগ্যতা পেয়েছে। তার সম্পাদনায় সাতনদীর অনলাইন ভার্সন ২০১৯ সালের অনলাইন জরিপে সাতক্ষীরায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়।
দীর্ঘ কর্মময় জীবনে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে চলেছেন হাবিবুর রহমান। যে কোন প্রকার অনিয়ম- দূর্নীতি ও সামাজিক সমস্যাকে পত্রিকার পাতায় তুলে ধরে সুস্থ সমাজ গঠনে সাতক্ষীরার সাংবাদপত্র জগতে অগ্রণী ভূমিকা পালন করা এই দক্ষ সম্পাদক সাময়িক অসুস্থ থাকলেও তার সার্বিক তত্ত্বাবধানে পত্রিকার অন্যান্য কর্মকর্তা ও কলাকূশলীদের প্রচেষ্টায় দৈনিক সাতনদী পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
ইতোমধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ, অন্যান্য পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দৈনিক সাতনদীতে কর্মরত সাংবাদিকবৃন্দ তার আশু সুস্থ্যতা কামনা করেছেন। মোবাইল ফোনে, ফেসবুকে এবং সংবাদ মাধ্যমে সহ বিভিন্ন মাধ্যমে যারা তার খোঁজ খবর নিয়েছেন ও সুস্থ্যতা কামনা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান সময়ের সাহসী যোদ্ধা চিকিৎসক ও নার্সদের প্রতি। স্যালুট জানিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেই সকল ডাক্তার ও নার্সদের প্রতি যারা নিজেদের আরাম আয়েশ ও মহামরীকে উপেক্ষা করে নিরলসভাবে তাকে সেবা দিয়ে যাচ্ছেন।