
নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ২ আসনে লাঙ্গল প্রতিক কে বিজয়ী করতে শহরের সুলতানপুর বড় বাজারে আশরাফুজ্জামান আশুর নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জোট প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জান আশু সুলতানপুর বড় বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। গনসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সালাম, পৌর জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিল সৈয়দ মাহমুদ পাপা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সহ সভাপতি মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, সাবেক সভাপতি কবিরুল আহসান বাদশা, সুলতানপুর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, সহ সভাপতি আমিনুর রহমান প্রমুখ।