আহাদুর রহমান:
সাতক্ষীরা সদর থানা ও পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা উপকরন বিতরন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা সদর থানা, সদর ফাঁড়ি, কাটিয়া ফাঁড়ি, ইটাগাছা ফাঁড়ি এবং ব্রহ্মরাজপুর ক্যাম্প এর সকল পুলিশ সদস্যকে একটি করে ফেস শিল্ড, একটি চশমা ও ৫টি সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন।
এ সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা সামগ্রী এর ব্যবহার বিধি বুঝিয়ে দেয়া হয়। পুলিশ সদস্যদেরকে করোনা প্রতিরোধে অনুসরণীয় স্বাস্থ্যবিধি সম্পর্কেও ব্রিফিং করা হয়। পুলিশ সদস্যদের মানসম্মত পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়টিও এ সময় নিশ্চিত করা হয়।