
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, যারা ভালো সাংবাদিকতা করেন তাদের মধ্যে সুভাষ চৌধুরী একজন। যারা উচ্চস্বরে কথা বলে তাদের মূল্যায়ন বেশি হয়। আর যারা আস্তে আস্তে কথা বলে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। সুভাষ চৌধুরী তার কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধারীর স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় সাতক্ষীরার প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর স্মরণে এ নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোকসভা আয়োজক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মানবাধিকার কর্মী মধাব চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সি, একাত্তর টিভি’র পলাশ আহসান, বিএফইউজে নেতা কৌশিক দে, শাকিলা পারভীন, নিখিল ভদ্র, প্রয়াত সুভাস চৌধুরীর সহধর্মিনী মিনতি রানী চৌধুরী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, অধ্যক্ষ (অব:) আব্দুল হামিদ, দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম প্রমুখ।
শোক সভায় মনজুরুল আহসান বুলবুল আরো বলেন, ১৯৭৩ সালে তিনি চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন। ১৯৫০ সালে যিনি দেশত্যাগ করলেন না, ১৯৮৮ সালে বঙ্গভূমি আন্দোলনের জন্য তাকে কারাগারে পাঠানো হয়। সুভাষ চৌধুরী কাজ পাগল মানুষ ছিলেন। সাংবাদিকদের সাথে পরিবারের সম্পর্ক থাকে না। সাংবাদিক সুভাষ চৌধুরীর সাথে এক বিশাল জগতের সম্পর্ক গড়ে ওঠে। এই স্মরণ সভা তার সাক্ষী। সুভাষ চৌধুরী সমাজ বদলের সাংবাদিকতা করেছেন। ভূমিহীন আন্দোলন করেছেন। পরিবেশ সুরক্ষায় আন্দোলন করেছেন। যে ভালো মানুষটি চলে যায় তাকে শ্রদ্ধা জানাতে অনেকগুলো মানুষ একত্রিত হয়।
মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। এপেশায় কোন দল নেই। জাতীয় পত্রিকা বলে কিছু নেই। জাতীয় সাংবাদিক বলে কিছু নেই। কেননা ‘সাংবাদিকতায় জাতীয়তা’ বলে কিছু নেই। সাংবাদিকদের কোন বর্ডার নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, আইলা, সিডর, আম্পান এগুলো তো জাতীয় ইস্যু নয়, এগুলো আন্তর্জাতিক ইস্যু। সাতক্ষীরা উপকূলীয় জেলা হিসেবে এ অঞ্চলের অনেক ইস্যু আন্তর্জাতিক। এসব ইস্যু নিয়ে ঢাকায় বসে রিপোর্ট করা যায় না। তিনি বলেন, সাংবাদিকদেরকেই সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে। সাংবাদিকতার জন্য আমাদের সকলকে এক হতে হবে। তিনি প্রয়াত সুভাষ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সাংবাদিক সুভাষ চৌধুরীর সততা, নিষ্ঠা, নীতি ও আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকতা করতে সাহস লাগে। ত্যাগ স্বীকার করতে হয়। আমি যখন দৈনিক বাংলায় ছিলাম তখন থেকেই সাংবাদিক সুভাষ চৌধুরীর সাথে আমার পরিচয়। আমি এ জনপদের তিনজন সাংবাদিককে খুব ভালো করে চিনতাম। খুলনার মানিক সাহা, সাতক্ষীরার সুভাষ চৌধুরী এবং যশোরের শামসুর রহমান কেবল। তাঁরা আপামর মানুষের জন্য কাজ করেছেন।
ওমর ফারুক বলেন, সাংবাদিকতার বর্তমান যে অবস্থা তাতে এ পেশার ভবিষ্যত নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। তবে আমরা আশাবাদী, আমরা সরকারকে প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাবনাটি পাশ হওয়ার অপেক্ষায় আছে। কিছু আইন আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে দিচ্ছে না। ১৭৮১ সালে সাংবাদিকতায় যে প্রতিবন্ধকতা ছিল তা আজও আছে। এসব প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা এদেশকে সবাই মিলে গড়ে তুলবো। সাংবাদিক সুভাষ চৌধুরীর সততা ও সাহসীকতার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। তাঁর নীতি ও আদর্শ অনুকরণীয় থাকবে বলে আমি বিশ্বাস করি।
শোকসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, সুভাষ চৌধুরী সাধারণ মানুষের কথা বলতেন। তিনি এ জনপদের সকল ক্রাইসিস মোকাবেলায় ভূমিকা রেখেছেন। সাতক্ষীরা প্রেসক্লাবে সম্প্রীতির সেতুবন্ধন নিয়ে একটি অনাকাক্সিক্ষত ঘটনার জের টেনে মো: নজরুল ইসলাম বলেন, পরের দিন পত্রিকায় সুভাষ চৌধুরী একটি লেখা পড়েই আমি তার প্রতি ভালোবাসায় জড়িয়ে যাই। ভালো কাজের মধ্য দিয়ে আমরা এ পেশাকে এগিয়ে নিতে পারি।
জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, সুভাষ চৌধুরী আছেন আমাদের চিন্তায়-আমাদের চেতনায়। সুভাষ চৌধুরীর সাথে ছিল আমাদের নিবিড় সম্পর্ক। আপদমস্তক তিনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি দেশ জাতি এবং মানবতার জন্য কাজ করেছেন। তার লেখনি আমাদের দেশপ্রেমে উদ্দীপ্ত করে, প্রেরণা যোগায়। তাঁর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা।
শোক সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিকতাকে সমৃদ্ধ করার জন্য সুভাষ চৌধুরীর অবদান অবিস্মরণীয়। বিশেষ করে উপকূলীয় সাংবাদিকতায় সুভাষ চৌধুরী ছিলেন দিকপাল। মফস্বল সাংবাদিকতায় সুভাষ চৌধুরী অনুসরণীয় ব্যক্তি বলে উল্লেখ করেন বক্তারা।
এর আগে সুভাষ চৌধুরী স্মরণে ‘সুবাসিত সুভাষ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। শোকসভায় সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, শিল্পীসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। শোকসভায় জেলার সাত উপজেলা থেকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের অর্ধসহ¯্রাধিক সাংবাদিক শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, সাতক্ষীরার প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী চলতি বছরের ২০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।