
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: গহিন সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারন্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আটক ১৩ জেলেকে ৪ লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (৩০অক্টোবর) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জকর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বন আইনে জেলেদের জরিমানা করেন। এর আগে শনিবার ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দানে নিয়োজিত স্মার্ট পেট্রল টিমের সদস্যরা ২টি নৌকা ও জালসহ জেলেদের আটক করেন।
আটক জেলেরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার কালিবাড়ী গ্রামের লতিফ আকনের ছেলে জাহাঙ্গীর আকন, মৃত নেছার মাতবরের ছেলে হাবিব মাতবর, পশ্চিম পোড়াকাটলা গ্রামের মুনছুর শিকদারের ছেলে কালাম শিকদার, মধু মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত রুস্তুম হাওলাদারের ছেলে সোহরব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে মনির হাওলাদার, মৃত দিনছের হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার এবং একই থানার তালুকের চর দেওয়ানি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার ও অহিদুল হাওলাদার, ফিরোজ জমাদারের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদারের ছেলে মনির হাওলাদার এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ননীগোলাপদিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শাহীন ও শাহ আলমের ছেলে খায়রুল ইসলাম।
সাতক্ষীরা সহকারী রেঞ্জকর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বলেন, অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় জেলেদের আটক করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।