
জিয়াউর রহমান,শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি বন ষ্টেশন অফিসের সদস্যরা মাছ ধরার সরঞ্জাম সহ ৪ ভারতীয় জেলেকে আটক করেছে।রোববার (২২আগ্ষ্ট) রাত সাড়ে ১২টার দিকে পুষ্পকাটি বন ষ্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলামের নেতৃত্বে সদস্যরা গহিন সুন্দরবনে ভারত সীমান্তবর্তী পাগড়াতলী খালে মাছ ধরার সময় জেলেদের আটক করে। এ সময়ে জেলেদের ব্যবহৃত একটি ট্রলার, ৪টি জাল ও ৫০ কেজি মাছ সহ আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করে বন অফিস।
আটক ৪ জেলে হলো: ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০) এবং একই এলাকার প্রফুল্ল কৃষ্ণর ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং ধীরেন সরদারের ছেলে গুরুদর সরদার (৪৪)।
পুষ্পকাটি বন ষ্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলাম বলেন, অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জেলেরা অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশ সীমান্তে মাছ ধরার সময় মালামালসহ আটক করা হয়। এ ঘটনায় আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি: বন বিভাগের হাতে আটক ৪ ভারতীয় জেলে।