শেখ আব্দুল হাকিম/জিয়াউর রহমান/জামিনুর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্চ পশ্চিম সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় মালামালসহ ৩ জেলেকে হাতে নাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার (৩ মে ) ভোর ৬ টার দিকে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটক ৩ জেলে হলো- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল ও ইস্রাফিল এবং একই গ্রামে আব্দুল হাকিম গাজীর ছেলে হোসাইন।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসসিএফ) এম. এ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুন্দরবনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী ও একটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।