
শ্যামনগর প্রতিবেদক: বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে স্মার্ট পেট্টল টিমের দলপতি কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) নাসির উদ্দীনের নেতৃত্বে সুন্দরবনে ইছামতি নদী সংলগ্ন টাটেরখালে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে মালামাল সহ আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম সহ আহরিত মাছ জব্দ করে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। আটক দুই জেলে হলো- শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের খবির উদ্দীন শেখের ছেলে শেখ কামাল ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ আইট পাড়া গ্রামের গোলাম রসুল গাইনের ছেলে ইমসাইল গাইন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।