মুন্সিগঞ্জ (শ্যামনগর)প্রতিনিধি:
শ্যামনগর উপজেলায় সুন্দরবন প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য নির্বাচন প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা আয়োজন করেন। সভাপতিত্ব করেন, সুন্দরবন প্রেস ক্লাবের আহবাহক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ্দুজাম্মান সাঈদ, জেলা পরিষাদের সদস্য ডালিম ঘরামী,
সুন্দরবন প্রেস ক্লাবের উপদেষ্টা স ম জাহাঙ্গীর আলম, বুড়িগোয়ালীনি নৌ থানার প্রতিনিধি এনামুল হক, মুক্তিযাদ্ধা অজেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক নুর ইসলাম গাজী, রাসেল মাহমুদ, সুপদ কুমার মৃধা, রুহুলআমিন গাজী,বুশরা ম্যানেজার মোফাজ্জেল হোসেন, জামাল হোসেন, বাবুল হোসেন, জহিরুল আলম সহ সুন্দরবন প্রেস ক্লাবের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক গাজী জিয়াউর রহমান।