নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রভাবশালী সাবেক এক এমপির নাম ভাঙিয়ে শহরের একটি নব্য দৈনিক পত্রিকার কর্ণধার পিতা-পুত্রের নেতৃত্বে জেলা জুড়ে সরকারী কর্মকর্তাদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করেছে। প্রেস চালক থেকে সম্পাদক ও কম্পোজিটর থেকে সাংবাদিক বনে যাওয়া পিতা-পুত্র চাঁদাবাজির এক নতুন ফাঁদ পেতেছে। বলছি নব্য একটি দৈনিকের কর্ণধার পিতা পুত্রের কথা। তথ্য মতে দৈনিকদির ৮ টি থানা ও জেলা সদরে নিয়োগপ্রাপ্ত কর্মীরা উপজেলা সদরে অবস্থিত সরকারী অফিসগুলোকে টার্গেট করে মাঠে নেমেছে। অপেক্ষাকৃত যেসব অফিসগুলোতে অনিয়ম-দুর্নীতি হয় সেসব কর্মকর্তাদের হুমকি ধমকি দিয়ে অফিসে ডাকা হচ্ছে। বলা হচ্ছে সাবেক অমুক বিএনপির এমপি আমাদের সাথে আছে। আপনাদের অফিসে সীমাহীন দুর্নীতি হয়। দুর্নীতির টাকার হিস্যা দিতে হবে। অন্যথায় পত্রিকায় দুর্নীতির খবর প্রকাশ করা হবে। পত্রিকাটির জন্মই ছিল জাল জালিয়াতি দিয়ে। বিগত সরকারের সময় নিজেদেরকে আওয়ামী লীগের পদ পদবী পরিচয় দিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন বাগিয়ে নেওয়া হয়। নগদ নারায়নে বিশ্বাসী বিগত ত্রাণকর্তা পিতা-পুত্রকে পত্রিকার মালিক বানিয়ে দেন। এখন যা হওয়ার তাই হচ্ছে।
প্রভাবশালী সাবেক বিএনপির এক এমপির নাম ভাঙিয়ে ইতিমধ্যে কিছু নগদ চাঁদাবাজিও হয়েছে। তবে হুমকীর শিকার কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকর্মীকে জানিয়ে প্রতিকার প্রার্থনা করেছেন। তাদের দাবি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাস ক ও পুলিশ সুপার ঘটনাটি অবগত হবেন।