
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক হিসেবে পোষ্টিংয়ের আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার এক চিকিৎসক। বুধবার সন্ধ্যায় তার শরীরে করোনার বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সিভিল সার্জন।
করোনা আক্রান্ত ওই চিকিৎসক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসক হিসেবে যোগদান করে রিজার্ভ চিকিৎসক হিসেবে রয়েছেন।
করোনা আক্রান্ত ওই চিকিৎসক জানান, চাকুরিতে যোগদানের জন্য ঈদের আগে তিনি ঢাকাতে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালের কোয়াটারে ছিলেন দুইদিন। হাসপাতালের পাশের একটি বাড়িতে করোনা পজেটিভ রোগী ছিল। স্বাস্থ্য অধিদপ্তরে চাকুরীতে যোগদান শেষে বাড়িতে ফিরে আসি।
তিনি বলেন, বাড়িতে আসার পর জ্বর ও সর্দি, কাশি হওয়ায় নমুনা দিয়েছি পরীক্ষার জন্য। এখন শুনছি, করোনা পজোটিভ। ধারণা করছি ঢাকা থেকে আমার শরীরে করোনা এসেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো.হুসাইন সাফায়াত জানান, ৩৯ তম বিসিএসে করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য সাম্প্রতি চিকিৎসক নিয়োগ দেয় সরকার। ওই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকাতে যোগদান করে বাড়িতে ছিলেন। তার এখনো পোস্টিং হয়নি।
তিনি বলেন, বর্তমানে ওই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের রিজার্ভ চিকিৎসক হিসেবে দায়িত্বে রয়েছেন। আজ (বুধবার) তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে সাতক্ষীরায় ৪৮ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।