
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে খুলনা রোড মোড় দলীয় কার্যালয়ে এ সভা,কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, অধক্ষ্য আবু সাঈদ,বিশিষ্ট সমাজ সেবক ও জেলা যুবলীগ নেতা মহীতুল আলম মহী,
সংগঠনের জেলা সহ সভাপতি আব্দুল আলিম সরদার ,পৌর শাখার সহ সভাপতি মুক্তিযোদ্ধা মীর রিযাছাত আলী, মো. কামরুল ইসলাম ,যুগ্ম সম্পাদক মো. সেলিম হোসেন, মফিজুল ইসলাম,৮ নং ওয়ার্ড সভাপতি সাংবাদিক মাসুদ আলী, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন মোল্যা, সহ সভাপতি কাজী সাইদুর রহমান সাইদ,গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,,যুগ্ম সম্পাদক মো. মনজুরুল, ৫ নং ওয়ার্ড সহ সভাপতি আমিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন রমজান,উজ্জল,সাঈদ,আলম,তৈয়েবুর, আলমগীর হোসেন, জাহিদ, মুজিবর,জহুরুল নুর মোহাম্মদ, রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন।
এসময় বক্তারা বলেন শেখ রাসেল বাঙ্গালী জাতীর স্মৃতি বিজড়িত একটি নাম, শত আকুতির পরও ঘাতকরা নিরপরাধ রাসেলকে হত্যা করেছে। জাতী কখনও নরঘাতকদের ক্ষমা করবে না।