
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। বুধবার দুপুরে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এ.এস.পি শাহীনুর ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানাধীন গড়েরকান্দা বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে ইটাগাছা পূর্বাপাড়ার আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইলিয়াস কবির (৩৪) ও গড়েরকান্দার আনিছ গাজীর ছেলে আশিক গাজী (২৫) কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে র্যাব সদস্যরা। অপরদিকে, কলারোয়া উপজেলার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ একই উপজেলার মাদরার হবিবারের ছেলে সুমন হোসেন (২২) কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।