
প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৭ জুলাই ২০২০ ইং তারিখ আনুমানিক ১৫.০৫ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খাস কামার গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খাস কামার গ্রামস্থ মোঃ আক্তারুজ্জামান (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী মোল্লা, সাং-খাস কামার, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর মুদী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ রাকিবুল ইসলাম(২২), পিতা-আব্দুল মজিদ, সাং-বহেরা, জেলা- সাতক্ষীরা এর হেফাজত হইতে ১। ফেন্সিডিল-১০৫(একশত পাঁচ) বোতল, ২। মোবাইল ফোন-০১টি এবং ৩। সীম কার্ড- ০১টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।