
নিজস্ব প্রতিবেদক: ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার’র সভাপতিত্বে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।