
সাতনদী ডেস্ক: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অভিযানে কর ফাঁকি দিয়ে ভারতীয় মাছ আমদানির অভিযোগে ২১ কার্টুন মাছ আটক করেছে। এসব মাছের মূল্য ৭ লাখ টাকা।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (০২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ গাজীপুর বিওপি’র আওতাধীন বাঁকাল চেকপোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ মাহমুদ শরীফ এর নেতৃত্বে বাঁকাল চেকপোষ্ট এলাকায় সুন্দরবন ট্রেডিং এজেন্সি ভোমরা, সাতক্ষীরা এর ০৪টি ট্রাকে (ছোট/বড়) তল্লাশী অভিযান পরিচালনা করে কাষ্টমস্ ফাঁকি দিয়ে ভারত হতে অনায়নকৃত ২১ কার্টুন (১,১৫৫ কেজি) বিভিন্ন প্রকার মাছ আটক করে। আটককৃত মাছের সর্বমোট মূল্য ৭,০৪,০০০/- টাকা। উক্ত মাছগুলো সাতক্ষীরা সদর থানায় জমা করা হয়েছে।