
নিজস্ব প্রতিবেদক:
‘প্রবাসী নয়, আমরা আপনাদের পাশেই আছি, অসহায় শীতার্তদের মাঝে’ এই ¯েøাগানকে সামনে রেখে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আল ইমরান হুসাইন পলাশের ব্যবস্থাপনায় এ কম্বল ও মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রথম শ্রেণির ঠিকাদার মো. জুলফিকার রহমান উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার মোশারফ হোসেন মন্টু, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অসহায়, দুস্থ মানুষের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়।
বর্তমানে সংগঠনটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন বর্ডার গার্ড সাতক্ষীরার আরসি ম্যানেজার শফিউদ্দিন ময়না। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন জাকির হোসেন মিন্টু, মো. আমিরুল ইসলাম, মো. ফারুক হোসেন ও আব্দুল আহাদ মাস্টার প্রমুখ।