
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জন ও ৭ জন মাদক ব্যবসায়ীসহ ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ২০ পিচ ইয়াবা, ২১৫ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।শুক্রবার(৯ আগস্ট)সন্ধ্যা থেকে শনিবার(১০ আগস্ট)সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন,কলারোয়া থানা থেকে ৩ জন,শ্যামনগর থানা থেকে ৮ জন,আশাশুনি থানা থেকে ৭ জন,দেবহাটা থানা থেকে ৩ জনসহ ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আশাশুনিতে ৪ আসামী গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (১০ আগষ্ট) আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে মামলা ১৩(৮)১৯ এর আসামী কচুয়া গ্রামের নিমাই ঘোষের পুত্র সুমন ঘোষ ও বাবুল ঘোষের পুত্র সুজয় ঘোষকে গ্রেফতার কারেন। এসআই ফণীভূষন সরকার জিআর-১৭৯/১৯ আসামী আলীপুর গ্রামের নিমাই মন্ডলের স্ত্রী শ্রীমতি ঝরনা রাণীকে এবং এসআই বিল্লাল হোসেন শেখ জিআর-৪৪১/০৮ (আশাঃ) আসামী কুল্যা গ্রামের মৃত মনির উদ্দিন ফকিরের পুত্র আঃ করিমকে গ্রেফতার কারেন।