
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সার্ভিস অ্যাক্সেস করার বিষয়ে দলিত মানুষের গ্যাপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে দলিল জনগষ্টির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলিত সংস্থার ম্যানেজার বিকাশ দাশ, ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অন্তরা আফরোজ। ম্যানেজার বিকাশ দাশ, তার বক্তব্যে বলেন দলিত সম্প্রদায়ের পিছিয়ে পড়ার কারণ দরিদ্রতা, সচেতনার অভাব, কু-সংস্কার ও ক্ষমতায়ন এর অভাব। ডাক্তার অন্তরা আফরোজ নিরাপদ পানি, দলিত সম্প্রদায়ের মানুষের সমাজে পিছিয়ে পড়ার সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্য ইউপি সদস্য ও ব্যবসায়ী, সাংবাদিক সহ ইউনিয়ন দলিত কমিউনিটির সদস্যরা উপস্তিত ছিলেন।